ছাতক প্রতিনিধি ::
ছাতকে ডিস লাইন মেরামত নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে ছাতক থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার ছাতক শহরের নোয়ারাই এলাকার মৃত আসকর আলীর পুত্র লাইনম্যান আহত ময়না মিয়া বাদী হয়ে নোয়ারাই ইউনিয়নের পাটিবাগ গ্রামের জাহেদ মিয়া, জাবেদ মিয়া, সাইদুর রহমান, মঈনুল হক, খালেদ মিয়া, ওলিউর ও ইজাজুলের বিরুদ্ধে এ অভিযোগ দেন।
অভিযোগ থেকে জানা যায়, ডিস লাইনের ত্রুটি মেরামত করে সংযোগ দিতে বিলম্ব হওয়ায় লাইনম্যান ময়নার প্রতি ক্ষুব্ধ হয়ে উঠে জাবেদ ও জাহেদ। এ ঘটনায় আক্রোশান্বিত হয়ে শনিবার রাতে লাফার্জ সংলগ্ন বাজারে জাহেদ ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে ময়নার উপর হামলা চালায়। এসময় ময়নার চিৎকারে নোয়ারাই এলাকার সাজল, তারেক ও অপু এগিয়ে এলে জাবেদ ও তার সহযোগীরা তাদের উপরও হামলা চালায় ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এসময় হামলাকারীরা নোয়রাই এলাকার ফয়ছল চৌধুরীর একটি দোকান কোঠা ভাঙচুর ও দোকানের মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।