সুনামকণ্ঠ ডেস্ক ::
ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারি এবং সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার ও কর্মচারিরা ২৬ জুন তাদের জুন মাসের বেতন ভাতাদি উত্তোলন করতে পারবেন।
এ ছাড়া দেশের সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারিরাও তাদের জুন মাসের পেনশনের টাকা ২৬ জুন নিজ নিজ ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন। এ বিষয়ে বৃহ¯পতিবার অর্থমন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা বিভাগ থেকে একটি আদেশ জারি হয়েছে।
উপ-সচিব শীষ হায়দার চৌধুরী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি-২০১৬ অনুযায়ী ৬ জুলাই (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বিধায় সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের সব নন-গেজেটেড কর্মচারি ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারি জুন মাসের বেতন-ভাতাদি এবং দেশের সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি জুন মাসের পেনশনের অর্থ ২৬ জুন দেওয়া হবে।
এর আগে গত বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আসন্ন ঈদুল ফিতরের বোনাস নতুন বেতনকাঠামোয় ঘোষণা দেওয়া হয়।