স্টাফ রিপোর্টার ::
বাউল ও লোককবিদের রচিত লোকগান সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সুনামগঞ্জ জেলার প্রখ্যাত লোককবিদের সংগীত সংগ্রহ ও সংরক্ষণ কর্মসূচির এ মতবিনিময় সভা গতকাল বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির লোকসংস্কৃতির সংগ্রহশালায় অনুষ্ঠিত হয়।
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের পরিচালনায় “জল-জোছনার সুর” নামের এ কর্মসূচির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা আব্দুল্লাহ বিপ্লব অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, সাংস্কৃতিক সংগঠক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, প্রদীপ পাল নিতাই, শাহ আব্দুল করিমের ছেলে শাহ নূর জালাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ চৌধুরী, দেবদাস চৌধুরী রঞ্জন, তুলিকা ঘোষ চৌধুরী, সামিনা চৌধুরী মনি, দীপায়ন চৌধুরী, জাহাঙ্গীর আলম, শুক্লা রায় চৌধুরী, অরুণ তালুকদার, মঞ্জু তালুকদার, শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ প্রমুখ।
বক্তারা এসময় শিল্পকলা একাডেমির উদ্যোগ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাউল সাধকদের রচিত লোকগানগুলো সংগ্রহ ও তা অডিও-ভিডিও আকারে ধারণ করে তা আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করার ব্যাপারে মতপ্রকাশ করেন। তাঁরা সুনামগঞ্জের লোককবিদের যেসব গান এখন পর্যন্ত প্রকাশ হয়নি সেগুলোর পান্ডুলিপি সংগ্রহের ব্যাপারেও মতপ্রকাশ করেন।