ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বেরিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেক্স ফেরোমন ট্যাপ প্রযুক্তি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
মুক্তিযোদ্ধা আলাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. জাহেদুল হক।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ স্বপন কুমার সাহা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বেরিকান্দি গ্রামের কৃষক আবুল হোসেন প্রমুখ।