সুনামকণ্ঠ ডেস্ক ::
সিভিল কোর্টস অ্যাক্ট সংশোধন করে দেওয়ানি নি¤œ আদালতের বিচারকদের পাঁচ লাখের পরিবর্তে পাঁচ কোটি টাকা মূল্যমানের মামলা নি®পত্তির যে এখতিয়ার প্রদান করে সরকার কর্তৃক গেজেট প্রকাশের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সিভিল কোর্ট কোর্ট সংশোধনী আইন-২০১৬ কেন অসাংবিধিানিক ও বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বুধবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী তিন সপ্তাহের মধ্যে আইন সচিব, সুপ্রিমকোর্টে রেজিস্ট্রার ও হাইকোর্টের রেজিস্ট্রারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারির পক্ষে ছিলেন ব্যারিস্টার একে রাশেদুল হক ও রাষ্ট্র পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
এ বিষয়ে রিটকারির আইনজীবী ব্যারিস্টার একে রাশেদুল হক বলেন, ঐতিহাসিক মাসদার হোসেন মমালার রায় অনুযায়ী কোনো আইন সংশোধন করতে হলে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন সংশোধন করতে হয়। কেননা বিচার বিভাগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র সুপ্রিমকোর্ট নিতে পারে। কিন্তু সিভিল কোর্টস অ্যাক্ট সংশোধন করে দেওয়ানি আদালতের বিচারকদের পাঁচ লাখের পরিবর্তে পাঁচ কোটি টাকা মূল্যমানের মামলা নি®পত্তির যে এখতিয়ার প্রদান করে সরকার কর্তৃক নতুন আইনের তৈরির ক্ষেত্রে সুপ্রিমকোর্টের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। সরকার এ আইনের মাধ্যমে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করেছে। এ আইনের ফলে হাইকোর্টে বিচারাধীন অনেক মামলা নি¤œ আদালতে পাঠাতে হবে। গত ৫ জুন আলী আজম ফরাজী নামক একজন বিচারপ্রার্থী এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।