স্টাফ রিপোর্টার ::
ছাতক উপজেলা পরিষদ ও নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলা পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটের অর্থায়নে বাস্তবায়িত ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে ৪০ জন ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ, স্কুল ড্রেস এবং সক্ষম যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ছাতক উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।