ছাতকের দোলারবাজার ইউনিয়নের মঈনপুরে সুর সংঘ সমাজকল্যাণ সংস্থার সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও যুক্তরাজ্য প্রবাসী রহিম উদ্দিনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মঈনপুর বাজারে ইফতার পূর্ব সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে ও সংস্থার সেক্রেটারি লুৎফুর রহমান ইমন এবং জুনেদ আহমদ রুনুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন, উপজেলা পরিসংখ্যান অফিসার মনিরুজ্জামান খান, সাংবাদিক সৈয়দ হারুন অর রশীদ, চান মিয়া, দোলারবাজার ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া, রুহুল করিম শিবলু, সমাজসেবী ইউসুফ আলী, সাহিত্যিক মালেকুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল হাসান রুবেল, তাজুদ মিয়া মেম্বার, হেলাল মিয়া, হাজী ইসমত আলী, ইসলাম খান, শাহাব উদ্দিন, সামছুদ্দিন খান, শিক্ষক আবু রায়হান, সাইফুর রহমান, মাওলানা মুফতি কমর উদ্দিন, বাবুল মিয়া, আজিজুল হক রানা প্রমুখ।
সভা শেষে সংস্থার পক্ষ থেকে গুণীজনদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাসুক আহমদ কামালী। সংবাদ বিজ্ঞপ্তি