বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. তালুত। অভিযানে চার দোকানিকে ভিন্ন অপরাধে ২ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে পলাশ বাজারের ভাই ভাই স্টে রের মোবারক হোসেনকে ৫’শ টাকা, সুমন স্টোরের সজিব দেবনাথকে ৫’শ টাকা, রেস্টুরেন্ট মালিক আবু লেইছকে ৫শ টাকা, বাঘবেড় বাজারের রেস্টুরেন্ট মালিক ইয়াছিনকে ১হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে বিশ্বম্ভরপুর থানার এএসআই শাহীনসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।