1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:৩৩ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

জাসদকে একহাত নিলেন ফিরোজ রশীদ

  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০১৬

সুনামকণ্ঠ ডেস্ক ::
আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে সুর মিলিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কঠোর সমালোচনা করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের ‘দুর্দিন’-এর জন্য জাসদকেই দায়ী করেন। ফিরোজ রশীদ বলেন, ‘মুক্তিযুদ্ধের পর জাসদ গণবাহিনী গঠন করে বেছে বেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের এভাবে হত্যা না করলে দেশে দুর্দিন হতো না। বঙ্গবন্ধুর মতো এতবড় জাতীয় নেতাকে আমরা হারাতাম না।’
জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় জাতীয় পার্টির এমপিদেরকে সরাসরি সম্প্রচারে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) না দেখানোর অভিযোগ তুলে এর জন্য তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে দায়ী করেন। ফিরোজ রশীদ এ বিষয়ে ¯িপকারের কাছে প্রটেকশন চান।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, ‘মাননীয় ¯িপকার টেলিভিশনে আপনাকে এবং সরকারি দলকে বেশি দেখানো হয়। কিন্তু আমাদের দেখায় না। কারণ হলো, তথ্যমন্ত্রী জাসদের। আমরা ছাত্রলীগ করতাম। একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। একই বিছানা থেকে ওঠে উনি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। আমাদের গুনে গুনে বিশলাখ মানুষকে জাসদ হত্যা করেছে। আওয়ামী লীগের লোককে বেছে বেছে হত্যা করেছে। এভাবে হত্যা না করলে দেশের আজকের এই দুর্দিন হতো না। বঙ্গবন্ধুর মতো এত বড় জাতীয় নেতাকে আমরা হারাতাম না। বঙ্গবন্ধুকে হত্যার পর সারা দেশে বিশৃংখলা সৃষ্টি হলো। এর সুযোগটা নিলো কুচক্রী মহল এবং সেজন্যই জাতি এখনও পর্যন্ত ভুগছে।’
বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনির সঙ্গে বিরোধের জের ধরে বাংলাদেশ ছাত্রলীগ ভেঙে দুই ভাগ হয়। এরপর ১৯৭২ সালে রাজনৈতিক দল জাসদ প্রতিষ্ঠা হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বলে পরিচিত তাদের কথিত তাত্ত্বিক নেতা সিরাজুল আলম খানের নেতৃত্বে। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা ছিল জাসদের। এ লক্ষ্যে গণবাহিনী নামে তাদের সামরিক শাখাও তৈরি হয়। সেই গণবাহিনীর বিরুদ্ধে রাজনীতিবহির্ভূত সন্ত্রাসের অভিযোগ রয়েছে।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর ৩ থেকে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্যে গৃহবন্দি সেনাপ্রধান জিয়াউর রহমানকে উদ্ধার করেন গণবাহিনীর সামরিক অধিনায়ক অবসরপ্রাপ্ত কর্নেল তাহের। পরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচারের নামে কর্নেল তাহেরকে সামরিক আদালতে মৃত্যুদন্ড দেওয়া হয়। আদালতের এক রায়ে একে ‘হত্যাকান্ড’ বলে এর জন্য জেনারেল জিয়াকে দায়ী করা হয় কয়েক বছর আগে।
২০০৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে এমপি হওয়ার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রী জাসদ সভাপতি ইনু।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ স¤পাদক সৈয়দ আশরাফ জাসদকে ‘হঠকারী’ দল আখ্যায়িত করে বলেন, “এদের একজনকে আবার মন্ত্রিত্বও দেওয়া হয়েছে, যার প্রায়শ্চিত্ত আওয়ামী লীগকে আজীবন করতে হবে।”
আওয়ামী লীগ সাধারণ স¤পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের জের ধরে ফিরোজ রশীদ বলেন, ‘আমাদের মাননীয় মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ স¤পাদক সৈয়দ আশরাফ যথার্থ বলেছেন। এই ইনু সাহেবরা জাসদ করে, সংসদে ঢুকে এসব করছে (টিভিতে না দেখানোর বিষয়)। আমি আপনার প্রটেকশন চাই।’
এ সময় ফিরোজ রশীদকে উদ্দেশ্য করে ডেপুটি ¯িপকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হচ্ছে, বাজেট আলোচনা চলার সময় পয়েন্ট অব অর্ডর দেবো না। পয়েন্ট অব অর্ডারে আপনারা চেহারা দেখানোর বক্তব্য দিতে গিয়ে কিছু ¯পর্শকাতর কথাবার্তা বলেছেন। টেলিভিশনে দেখানো বক্তব্যগুলো থাকবে। বাকিগুলো এক্সপাঞ্জ করা হলো।’
ফিরোজ রশীদের বক্তব্যের পর জাসদের মইন উদ্দীন খান বাদল এসময় ফ্লোর চাইলে ¯িপকার ফ্লোর দিতে অপরাগতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসময় সংসদ কক্ষে উপস্থিত ছিলেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com