তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরে চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের জয়নগর গ্রামের রবিউল্যার পুত্র আলী আহমদের বাড়ি থেকে কাগজপত্রবিহীন ডিসকভার-১৩৫ ব্র্যান্ডের মোটর সাইকেলটি উদ্ধার করে তাহিরপুর থানা পুলিশ।
এ ব্যাপারে এসআই রফিকুল ইসলাম জানান, গাড়িটি উদ্ধারের সময় আলী আহমদ কোন কাগজপত্র দেখাতে পারেনি। বিধায় গাড়িটি থানায় নিয়ে আসা হয়। তিনি আরো জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত গাড়িটির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চোরাই সন্দেহে গাড়িটি থানায় জব্দ করে রাখা হয়েছে।