সুনামকণ্ঠ ডেস্ক ::
চলতি বছর থেকেই প্রাথমিক শিক্ষা সমাপনী-পিইসি পরীক্ষা না নেয়ার জন্য কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পিইসিকে পাবলিক পরীক্ষা হিসেবে নেয়ার সিদ্ধান্ত কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তাও রুলে জানতে চাওয়া হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।
চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক-ডিজিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৫ এপ্রিল পাবলিক পরীক্ষা হিসেবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।
এ ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেন, পৃথিবীর কোথাও এ ধরনের পরীক্ষা হয় না। এছাড়া জাতীয় শিক্ষানীতিসহ কোনো আইনেও এ পরীক্ষার কথা বলা হয়নি। তিনি বলেন, ৫ম শ্রেণির সনদ দেয়ার জন্য স্ব স্ব স্কুলের প্রধান শিক্ষকই যথেষ্ট। এই পরীক্ষায় সরকারের হস্তক্ষেপের কোন প্রয়োজন নেই। ৫ম শ্রেণির সনদ দিয়ে কোন চাকুরিও হয় না। চতুর্থ শ্রেণির চাকুরির জন্য এসএসসি পাসের সনদ চায় বলেও মন্তব্য করেন তিনি।
ইউনুস আলী আকন্দ বলেন, পিইসিকে পাবলিক পরীক্ষা করে কোচিং ব্যবসায়ীদের সুযোগ বৃদ্ধি করা হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই রিট আবেদনটি করা হয়েছে।