স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-সিলেট সড়কে উন্নত বাস চালুর দাবি জানিয়ে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার সকালে সুনামকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে আয়োজিত এ পদযাত্রায় অংশ নেয় শহরের সমমনা আরো ৪টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণ থেকে পদযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কয়েক কিলোমিটার পদযাত্রা শেষে সুনামগঞ্জ-সিলেট সড়কের ওয়েজখালি এলাকায় গিয়ে পদযাত্রাটি শেষ হয়।
দীর্ঘদিন ধরে এ সড়কে চলাচলকারী বিরতিহীন বাসের নামে লক্কর-ঝক্কর বাসের পরিবর্তে নতুন বাস নামানো ও যাত্রীসেবার মানোন্নয়নের দাবি জানিয়ে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
এতে দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায় নেতৃত্ব দেন। পদযাত্রায় উপস্থিত ছিলেন নারীনেত্রী কলি তালুকদার আরতি, সামিনা চৌধুরী মনি, রংধনু সামাজিক সংগঠনের সভাপতি মোমেন তালুকদার, স্বপ্নাদর্শ সামাজিক সংগঠনের তালহা, ফ্রেন্ডস ফর এভার সংগঠনের রবিন আহমেদ, শুভজিৎ আপন, টিআইবি ইয়েস গ্রুপের আবু সাইফ খান রুমিত, সুনামকণ্ঠ পাঠক ফোরাম সরকারি কলেজ শাখার সভাপতি আসাদুজ্জামান প্রিয়ন, সাধারণ সম্পাদক সোহাগ সরকার, মোতাহের হোসেন সানি ও ইমনসহ আরো অনেকে।
পদযাত্রা শেষে ওয়েজখালি এলাকায় এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুনামকণ্ঠ পাঠক ফোরাম জেলা শাখার আহ্বায়ক মো. আমিনুল ইসলাম। বক্তারা তাদের নিজ নিজ বক্তব্যে অবিলম্বে এ সড়কে উন্নত বাস চালু ও যাত্রী ভোগান্তি নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, ‘সিলেট-সুনামগঞ্জ সড়কে উন্নত বাস নামানোর আন্দোলন শেষ হবার নয়। যতোদিন পর্যন্ত এ সড়কে উন্নত বাস না নামানো হবে ও যতোদিন পর্যন্ত যাত্রীসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে না, ততোদিন পর্যন্ত এ জনদাবি বাস্তবায়নের আন্দোলনে আমরা রাজপথে থাকবো’। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে সড়ক অবরোধসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করারও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তরা।