স্টাফ রিপোর্টার ::
মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ৮ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল থেকে শহরের মোক্তারপাড়া, পশ্চিম বাজার ও পুরাতন জেলরোড এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন। এ সময় তাঁর সাথে ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই প্রদীপ চক্রবর্তী।
এদিকে দিরাই পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও মুদির দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার ২শ টাকা জরিমানা করেছে। সোমবার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান রুহুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুব্রত কুমার দাস ও পুলিশের একটি দল।