মো. শাহজাহান মিয়া ::
গত ২৮ মে ও ৪ জুন জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ব্যক্তি ইমেজ, টাকার জোর ও আঞ্চলিকতার প্রভাবে চেয়ারম্যান প্রার্থীদের বিজয় সহজ হয়েছে মনে করছেন স্থানীয়রা।
জানাগেছে, উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নে ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল হাসিমের সহজ বিজয় হয়েছে। এ ইউনিয়নে আ.লীগের মনোনীত প্রার্থী নৌকার মাঝি দ্বিপক কান্তি দে দিপালকে বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে আ.লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হাসিম নির্বাচিত হন।
২নং পাটলি ইউনিয়নে একইভাবে ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল হকের সহজ বিজয় হয়েছে। এ ইউনিয়নে বিশাল ভোটের ব্যবধানে আ.লীগের মনোনীত প্রার্থী নৌকার মাঝি সাবেক চেয়ারম্যান আংগুর মিয়াকে হারিয়ে আ.লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল হক নির্বাচিত হন।
৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ব্যক্তি ও দলীয় ইমেজকে কাজে লাগিয়ে বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মো. আরশ মিয়ার বিজয় হয়েছে। এ ইউনিয়নে অল্প ভোটের ব্যবধানে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হারুন রাশীদকে হারিয়ে আ.লীগ মনোনীত প্রার্থী নৌকার মাঝি আরশ মিয়া নির্বাচিত হন।
৬নং রাণীগঞ্জ ইউনিয়নে ব্যক্তি ও দলীয় ইমেজকে কাজে লাগিয়ে আ.লীগ মনোনীত প্রার্থী নৌকার মাঝি শহিদুল ইসলাম রানার বিজয় হয়েছে। এ ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী সামছুল ইসলামকে সামান্য ভোটের ব্যবধানে হারিয়ে নৌকার মাঝি শহিদুল ইসলাম রানা নির্বাচিত হন।
৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে টাকা ও আঞ্চলিকতার জোরকে কাজে লাগিয়ে নতুন মুখ প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী তৈয়ব মিয়া কামালীর কঠিন বিজয় হয়েছে। এ ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী নৌকার মাঝি বর্তমান চেয়ারম্যান আবুল হাসানকে অল্প ভোটের ব্যবধানে হারিয়ে আ.লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়ব মিয়া কামালী নির্বাচিত হন।
৮নং আশারকান্দি ইউনিয়নে টাকার জোর ও দলীয় ইমেজকে কাজে লাগিয়ে নৌকার মাঝি সাবেক চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ আবু ইমানীর কঠিন বিজয় হয়। এখানে অল্প ভোটের ব্যবধানে আ.লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ মদরিছ ও বর্তমান চেয়ারম্যান আইয়ূব খানকে হারিয়ে শাাহ আবু ইমানী নির্বাচিত হন।
৯নং পাইলগাঁও ইউনিয়নে আঞ্চলিকতাকে কাজে লাগিয়ে নতুন মুখ প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মখলুছ মিয়ার সহজ বিজয় হয়েছে। এ ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মঞ্জুর আলী আফজলকে সামান্য ভোটের ব্যবধানে হারিয়ে মখলুছ মিয়া নির্বাচিত হয়েছেন। এখানে নৌকার মাঝি বর্তমান চেয়ারম্যান আপ্তাব উদ্দিন মূল প্রতিদ্বন্দ্বিতায় আসতেই পারেননি। নবনির্বাচিত চেয়ারম্যানগণকে এখনো শপথ করানো হয়নি। যে কারণে দায়িত্ব না পাওয়ায় বর্তমানে পাইলগাঁও ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মখলুছ মিয়া যুক্তরাজ্যে ফিরে গেছেন। শপথের আগে দেশে ফিরবেন বলে তিনি জানান।