ছাতক প্রতিনিধি ::
ছাতকের গোবিন্দগঞ্জে বাস থেকে নামিয়ে হাফিজুর রহমান (২৫) নামের এক সিএনজি চালককে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত হাফিজুর রহমানকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি কালারুকা ইউনিয়নের হাসনাবাদ-ফিরিল্লাপাড়া গ্রামের আহমদ আলীর পুত্র।
জানা যায়, বাসযোগে সিলেট থেকে ছাতক আসার পথে গোবিন্দগঞ্জে স্থানীয় কতিপয় সশস্ত্র সিএনজি চালক জোর করে হাফিজুর রহমানকে বাস (নং-সিলেট-১১-০১৪২) থেকে নামিয়ে গোবিন্দগঞ্জস্থ সিএনজি পুরাতন কার্যালয়ে নিয়ে যায়। সেখানে নিয়ে লোহার পাইপ দিয়ে পিটিয়ে তাকে আহত করে ছাতকগামী অপর একটি বাসে তুলে দেয়।
আহত হাফিজুর রহমান জানান, সকালে দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের বাসিন্দা ও উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ছানাউর রহমান ছানার বাড়ি থেকে মাছ নিয়ে বাসযোগে ছানাউর রহমান ছানার সিলেটস্থ বাসায় যায় সে। মাছ দিয়ে ছাতক ফেরার পথে গোবিন্দগঞ্জ পয়েন্টে স্থানীয় সিএনজি চালকরা তাকে জোর করে বাস থেকে নামিয়ে বেধড়ক মারপিট করে। এ সময় ছানাউর রহমান ছানার দেয়া ১ লাখ ২০ হাজার টাকা তার কাছ থেকে হামলাকারীরা ছিনিয়ে নেয় বলে তিনি অভিযোগ করেন। এ টাকা ছাতক শহরের ছানাউর রহমান ছানার কেয়ারটেকারের কাছে পৌঁছে দেয়ার কথা ছিল বলে হাফিজুর জানিয়েছেন।
বাস চালক মুহিব মিয়া জানান, গোবিন্দগঞ্জে কয়েকজন লোক বাসে উঠে তাকে নামিয়ে নিয়ে যেতে দেখেছি।