স্টাফ রিপোর্টার ::
ছাতকে প্রতিপক্ষের হামলায় নূর উদ্দিন (৪৫) নামে এক সৌদীপ্রবাসী আহত হয়েছেন। তিনি জাউয়া ইউনিয়নের বড় কাপন বাঘারাই গ্রামের মৃত ইসকন্দর আলীর পূত্র। পূর্বশত্রুতার জের ধরে রোববার রাত ১২টার দিকে একই গ্রামের প্রতিপক্ষের লোক দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করেন।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।