জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক এবং জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলমের মাতা হালেমা বেগম (৭৫) গত ৯ জুন বৃহস্পতিবার সিলেট রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং জীবন সদস্যদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি প্রয়াত হালেমা বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি