দিরাই প্রতিনিধি ::
দিরাই থানা পয়েন্টে অবস্থিত সেন মার্কেটের একটি দোকানে চুরি হয়েছে। শুক্রবার রাতে মাতৃ টেলিকম নামের ব্যবসা প্রতিষ্ঠানটিতে চুরি সংঘটিত হয়। চোরেরা প্রায় লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিক কল্লোল।
তিনি বলেন, শুক্রবার রাতে দোকান তালাবদ্ধ করে বাসায় যাই। সকালে দোকানে এসে দেখি সাটারে তালা নেই। দোকানে ঢুকে দেখতে পাই আমার দোকানে থাকা একটি ল্যাপটপ, প্রায় ৫০০ পিস মোবাইল ডিসপ্লে, ১০ পিস ফ্লাশ বক্স, গ্রাহকদের রেখে যাও ১৫-২০টি মোবাইল সেট চুরি হয়েছে। মার্কেটে দুইজন পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে চুরি হল তা রহস্যজনক।