স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আগামী ২৩ জুন ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেন নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ.লীগ নেতা সিরাজুল হক, সহিদুল ইসলাম রানা, আইয়ুব খান, আব্দুল জব্বার, ফিরোজ আলী, মাছুম আহমদ, ইকবাল হোসেন ভূঁইয়া, আনফর উল্যাহ, জমশেদ তালুকদার, আজাদ মিয়া, দ্বীপক কান্তি দে দিপাল, যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, কাউন্সিলর সফিক মিয়া, যুবলীগ নেতা ইব্রাহিম আলী, আজহারুল হক ভূঁইয়া শিশু, পৌর যুবলীগ নেতা সুজিত কুমার দে, সিদ্দেকুর রহমান, মুরাদ আহমদ, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, আব্দুল মুকিত, সজিব রায় দুর্জয় প্রমুখ।