স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি শাহ শাহেদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেন আহমদ-এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-সভাপতি সাফরোজ ইসলাম, মুরাদ আহমদ, সৈয়দ তানিন, শাহান আহমেদ, আমিনুর কামালী, যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত, মাহমুদুল হাসান হিবলু, তোহা চৌধুরী, হাবিবুর রহমান জুয়েল, তানভীর আলম পিয়াস, আব্দুল কাদির, সদস্য এনামুল খাঁন, রাশিদ আহমদ, হুমায়ুন খান, মাহবুব হোসেন, তোফায়েল, আব্দুল আলীম, জুয়েল হোসেন প্রমুখ।
সভায় উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে ইফতার মাহফিল আয়োজনে আজ সোমবার দুপুর দেড়টায় দলীয় কার্যালয়ে জরুরি সভার সিদ্ধান্ত নেয়া হয়। এতে ছাত্রলীগের ইউনিয়ন শাখার সকল নেতাকর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।