ছাতক প্রতিনিধি ::
ছাতকে মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ২০ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত এক নারীকে ভর্তি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়েছে। গতকাল শনিবার সকালে চরমহল্লা ইউনিয়নের ছনুয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রামের মুহিত মিয়ার পুত্র সাদিক মিয়ার সাথে একই গ্রামের মৃত রেনু মিয়ার পুত্র ফারুক আহমদের দীর্ঘদিন ধরে মামলা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার সকালে সাদিক মিয়া পক্ষের রাশিদ আলীর পুত্র লোকমান আলী গ্রামের মসজিদে যাওয়ার পথে ফারুক মিয়া পক্ষের লোকজন তাকে মারধর করে। এ ঘটনার জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হন।
গুরুতর আহত সুফিয়া বেগম (৪০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রাশিদা খাতুন (৪০), ফারুক মিয়া (৫০), সাজন মিয়া (৩০), লিয়াকত আলী (৩৫), পারভেজ (১৭), নুরুল আমিন (১৫), রুহুল আমিন (১৮), জহিরুল ইসলাম (২২), আতিক (২৬), নাজির মিয়া (৩০), আসাদ (২২), ছালিক মিয়া (৩৫), আফজাল হোসেন (২০), সাহবাজ (২০), লোকমান (১৯), আশিদুন নেছা (৫০)-কে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাউয়া তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।