ছাতক প্রতিনিধি ::
ছাতকে ডিস লাইনের সংযোগ নিয়ে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে চারটি গ্রামের মানুষ দুটি পক্ষে বিভক্ত হয়ে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায়-দফায় সংঘর্ষে এলাকা রণক্ষেত্র পরিণত হয়।
স্থানীয়রা জানান, শনিবার রাতে নোয়ারাই ইউনিয়নের পাটিবাগ, ঠেংগারগাঁও ও বাতিরকান্দি গ্রামবাসীর সাথে নোয়ারাই গ্রামবাসী লাফার্জ সংলগ্ন বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিস লাইনের লাইন অপারেটর নোয়ারাই গ্রামের ময়না মিয়ার সাথে পাটিবাগ গ্রামের দু’ভাই জাবেদ ও জাহেদের লাইন মেরামত সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। তর্কাতর্কির এক পর্যায়ে ময়না মিয়াকে মারধর করে প্রতিপক্ষরা। এসময় ময়নার সহযোগী লাইনম্যান তারেক ও সুজন প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়। খবরটি ছড়িয়ে পড়লে উভয় গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায়-দফায় সংঘর্ষ চলাকালে পাটিবাগের পক্ষ নিয়ে পার্শ্ববর্তী ঠেংগারগাঁও এবং বাতিরকান্দি গ্রামবাসী নোয়ারাই গ্রামবাসীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ ব্যক্তি আহত হয়।
আহত ময়না মিয়া (২৫), সাজন (১৮), অলিউর রহমান (৩৫), সাদেক (২৬), তারেক (২২), সুজন (২০), ময়নুল (৩০), জাবেদ (২৪), জাহেদ (১৯), জসিম উদ্দিন (২৪), নুর মিয়া (২৬), বাবুল মিয়া (৫০), মতিউর রহমান (২৫)সহ আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।