স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর উপজেলার খাসিলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বন্দুকযুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুলিবিদ্ধ আরজু মিয়ার পুত্র রফু মিয়া (২৫)কে মাথায় আঘাতজনিত কারণে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কা জনক অবস্থায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও আকলাছ মিয়ার পুত্র সুহেল মিয়া (২৩)-কে ঢাকা চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ৭ জুন উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামের পূর্ব বিরোধের জের ধরে দুদু মিয়া ও সিপন মিয়ার লোকজনের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ১১ জন গুলিবিদ্ধ হন। এঘটনায় জগন্নাথপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, পুলিশ খাসিলা গ্রামের সংঘর্ষের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নিচ্ছে।