স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ির সহ-সভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সবুজ দাসকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা। এ ঘটনায় সবুজ দাস গতকাল শনিবার রাতে সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, বিকেলে সবুজ দাসের মোবাইল ফোনে হোয়াটআপ অ্যাপ্সে একটি ম্যাসেজ দেয়া হয়। ম্যাসেজে লেখা হয় ‘কষ্ট করে দিনে রাতে/কত টাকা করছো কামাই/ এত টাকা কেমনে নিবা/কাফনের তো পকেট নাই’ মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন তো?’ লিখে নিচে কাফন পরিহিত একটি লাশেরও ছবি দেওয়া হয়।
এ ঘটনায় শনিবার রাত ১০টায় সবুজ দাস সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
সদর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী সাধারণ ডায়েরির কথা স্বীকার করেছেন।