স্টাফ রিপোর্টার ::
আইন পেশায় ৫০ বছর পূর্ণ হওয়ায় প্রবীণ আইনজীবী হাজী নুরুল ইসলাম চৌধুরীকে সম্মাননা প্রদান করেছে জেলা আইনজীবী সমিতি। গতকাল রোববার দুপুরে শহরের জেল রোডস্থ অ্যাড. হাজী নুরুল ইসলাম চৌধুরী’র বাসভবনে গিয়ে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। এর আগে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনূর আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ শামস্ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রশিদ রওনক, নির্বাহী সদস্য অ্যাডভোকেট সৈয়দ ফওয়াদুল জওয়াদ, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট আজিজুল হক বকুল, অ্যাডভোকেট আব্দুর রায়হান জুয়েল প্রমুখ।
নেতৃবৃন্দ অ্যাডভোকেট হাজী নুরুল ইসলামের সুস্থতার খোঁজ-খবর নেন এবং রোগমুক্তি কামনা করেন।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি আইন পেশায় ৫০ বছর পূর্ণ হয় অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম চৌধুরীর।