স্টাফ রিপোর্টার ::
দেশে সাম্প্রতিক হত্যাকান্ডের প্রতিবাদে সুনামগঞ্জ শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা পোষণ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ ও সৎসঙ্গ বিহার সুনামগঞ্জ জেলা শাখা।
মানববন্ধনে সম্প্রতি সময়ে ঝিনাইদহ জেলা মন্দিরের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী, নাটোরের ক্ষুদ্র ব্যবসায়ী সুনীল গোমেজ, পাবনার হেমায়েতপুর শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সেবাশ্রমের পুরোহিত নিত্যরঞ্জন পান্ডেসহ চট্টগ্রামের পুলিশ কর্মকর্তার স্ত্রীর নৃশংস হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ, নিন্দা এবং জড়িতে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট করতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে। এ সব হত্যাকান্ড অবিলম্বে বন্ধ করতে হবে এবং হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। হত্যাকান্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক সকল মানুষের প্রতি অনুরোধ জানান বক্তারা।
দীপক ঘোষের সভাপতিত্বে এবং অ্যাড. গৌরাঙ্গপদ দাসের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অ্যাড. স্বপন কুমার দেব, দেবব্রত দাস, অ্যাড. রতন রায়, চঞ্চল কুমার লোহ, কলি তালুকদার আরতি, অ্যাড. প্রণব কান্তি দাস, অ্যাড. মলয় চক্রবর্ত্তী রাজু, বিজয় তালুকদার বিজু, কাজল দে, অসিত কুমার দাস, চন্দন প্রসাদ রায়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু, অ্যাড. মলয় বিকাশ চৌধুরী, শুভব্রত বসু, রঞ্জিত দাস, বিষ্ণুপদ গোস্বামী, শীলা বসু, সীমা খাসনবিস, বিমান রায়, সুভাষ রায়, চিনু চৌধুরী, অ্যাড. অনুপ কুমার ধর, গোলাপ রঞ্জন দাস, মানব চৌধুরী, গুষ্ট আচার্য্য, রিন্টু মোহন চৌধুরী, ভূপতি দাস, পরিমল তালুকদার, বকুল তালুকদার, মিন্টু দে, উৎস কর, স্বপন দাস, হরিপদ রায়, দেবরাজ তালুকদার, প্রদীপ বণিক, সুজিত দেব, কার্তিক রায়, পিযুষ কান্তি দাস, সন্তোষ পুরকায়স্থ, রঞ্জিত তালুকদার, অভিজিৎ চৌধুরী, সন্তু রায়, তাপস দাশ, অনুকূল দাশ, পৌর কাউন্সিলর শেলী চৌহান ময়না, বাদল দাস গুপ্ত, বিশ্ব আচার্য্য, অর্ঘ বণিক, নিতাই চন্দ, বাপ্পী রায়, বিশ্বজিৎ রায়, প্রদীপ ধর, অজিত কুমার দাশ, রতিশ গোস্বামী, সুধাংশু পাল, অলক দত্ত, শিশির তালুকদার, কৃষ্ণ চক্রবর্ত্তী, নিখিল সরকার, হরিপদ দাস, মৃণাল কান্তি নন্দি, দিপ্ত, অসীম সরকার, সৌরভ দেব, সুদীপ পাল, রঞ্জিত দে, সীতেশ আচার্য, দুর্জয় দাস, সহদেব, বিশ্বজিৎ দে, বিপ্লব কান্তি তালুকদার, শ্যামল রায়, অসিত চক্রবর্তী, ডা. মনু বণিক, সুমন সাহা, মতিলাল চন্দ, লিটন রায়, রণজিৎ রায়, পার্থ রায়, বিজন দেব, সুমন নন্দীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।