সুনামকণ্ঠ ডেস্ক ::
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ আদালতের দেওয়া মৃত্যুদন্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী। শনিবার বেলা ১১.৪০ মিনিটে তার সঙ্গে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছেলে ও আইনজীবীরা দেখা করতে গেলে মীর কাসেম আলী একথা জানান।
পরে মীর কাসেম আলীর আইনজীবী মতিউর রহমান আকন্দ সাংবাদিকদের বলেন, মীর কাসেম আলী মৃত্যুদন্ডের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন বলে জানিয়েছেন। এজন্য আমাদের প্রস্তুতি নিতে বলেছেন। রিভিউ শুনানিতে মীর কাসেম আলী খালাস পাবেন বলেও মনে করেন তিনি।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, কারাগারে মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করেন ছেলে ও আইনজীবীসহ ৫ জন। মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, ব্যারিস্টার নজিবুর রহমান, আইনজীবী মতিউর রহমান আকন্দ, ব্যারিস্টার নূরুল্লাহসহ পাঁচ আইনজীবী মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা ১১.৪০ মিনিটে সাক্ষাতের জন্য ঢুকে ১২.৩০ মিনিটে বের হয়ে আসেন।
গ্রেফতারের পর ২০১২ সাল থেকে মীর কাসেম আলী কাশিমপুর কারাগারে আছেন। তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন। দন্ড প্রাপ্তির পর তাকে ফাঁসির কনডেম সেলে বন্দি রাখা হয়েছে।