স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অসীম তালুকদারকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রহিমাপুর গ্রামের প্রগতি ক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে গ্রামের মুরুব্বী ও আওয়ামী লীগ নেতা নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্বে ও প্রগতি ক্লাবের সদস্য ছাত্রলীগ নেতা জগৎজ্যোতি রায় জয়ের পরিচালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান অসীম তালুকদার।
সংবর্ধনার জবাবে চেয়ারম্যান অসীম তালুকদার বলেন, ‘আমি চেয়ারম্যান নই, আমি বেহেলী ইউনিয়নবাসীর সকলের কাজের লোক। আমি সবার জন্য ও ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। রাজনীতির সূতিকাগার বেহেলী ইউনিয়নকে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করতে চাই। সকলের সহযোগিতায় ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশনসহ অবকাঠামোর উন্নয়ন করব।’
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবুল আজাদ, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী গোলাম জিলানী আফিন্দী রাজু, বেহেলী ইউনিয়ন পরিষদের সাবেক সচিব অজিত কুমার রায়।
অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্যা বিউটি রানী পাল, স্থানীয় ইউপি সদস্য অজিত রায়, রহিমাপুর গ্রামের বাসিন্দা পীযুষ কান্তি রায়, শিক্ষক প্রদীপ রায়, প্রগতি ক্লাবের সদস্য সুদিন রায় বাপ্পী, সৌরভ রায়, সোহান রায় প্রমুখ।