ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের রাজনগর গ্রামের রুহুল আমিনের দুই বছরের শিশু পুত্র আব্দুল্লাহ শাফি গতকাল শুক্রবার সকালে পানিতে ডুবে মারা গেছে।
এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আব্দুল্লাহ শফি নিজ বাড়ির সামনের উঠোনে আরও তিন- চারজন শিশুর সঙ্গে খেলা করছিল। এক পর্যায়ে সে বাড়ির পেছনের ডোবার পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। ঘণ্টাখানেক পর ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান উজ্জ্বল এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।