জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল ব্রাহ্মণগাঁও গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বুধরাইল ব্রাম্মণগাঁও গ্রামে আব্দুর রহিম ও আব্দুল কাইয়ূমের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে সাজনা বেগম, টিয়া বেগম, ফারজানা আক্তার, নাহিদ মিয়া, আব্দুর রহিম, আব্দুল কাইয়ূম, ছইফা বেগমসহ উভয়পক্ষের কমপক্ষে ৭ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।