সুনামকণ্ঠ ডেস্ক ::
এখন থেকে মোটরসাইকেলে দুজনের বেশি বসা যাবে না। তিনজন মোটরসাইকেলে চড়লে বাধা দেওয়া হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেবে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোটরসাইকেল আরোহীদের ওপর আমরা বিধি-নিষেধ আরোপ করতে যাচ্ছি। তিনজন আরোহী যে মোটরসাইকেলে চড়বে তাকে (চালক) আমরা বাধা দেব, তাকে ধরব, লাইসেন্স চেক করব, সবকিছু করব। আমরা তিনজন নিয়ে মোটরসাইকেল চালাতে দেব না।
মোটরসাইকেলে পরিবারসহ তিনজন আরোহী থাকলে পুলিশ ব্যবস্থা নিতে শিথিলতা দেখায় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে আমরা পরিষ্কার নির্দেশনা দিয়ে দেব, তিনজন কোনো মোটরসাইকেলে কোনোভাবেই উঠতে পারবে না। এ নির্দেশনা দিচ্ছি কারণ যতগুলো (খুনের) ঘটনা ঘটছে, এ মোটরসাইকেলে করেই যাচ্ছে।
বাবুল আক্তারের স্ত্রী হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত আটক করা যাবে। তিনি বলেন, সম্প্রতি খ্রিস্টান দুই ধর্মযাজককে হত্যাচেষ্টা ও বিদেশি নাগরিকসহ যেসব হত্যাকান্ড ঘটেছে এর সঙ্গে বাবুল আক্তারের স্ত্রীকে হত্যার মিল রয়েছে।
পুলিশের মনোবল নষ্ট করতে জঙ্গিরা বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করেছে জানিয়ে মন্ত্রী বলেন, যে পর্যন্ত না খুনিকে ধরা যাবে সে পর্যন্ত সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইতিমধ্যে আমরা হত্যাকান্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের গোয়েন্দারা কাজ করছেন। আমরা আশা করছি, খুব শিগগিরই এ হত্যাকান্ডের মোটিভ থেকে আরম্ভ করে কারা পরিকল্পনা করেছে, কারা জড়িত, সব আমরা বের করতে পারব।
প্রসঙ্গত, রোববার সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে ছুরিকাঘাত ও গুলি করে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে খুন করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে আসা তিন হামলাকারী মিতুকে প্রথমে ছুরি মারে এবং পরে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।