সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আবুধাবি মোছাফফা ডায়মন্ড হোটেলে সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
ইউএই বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে ও জাকির হোসেন খতিব ও আহমদ হোসেন তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখের আরব আমিরাত বিএনপির মহাসচিব আবদুস সালাম তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএই বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, আমিরুল ইসলাম এনাম, মোহাম্মদ রুহুল আমিন, নুরুল আবছার সুমন, আবুল বশর বাবুল, আব্দুল কুদ্দুস বাবুল, শাহানুর শাহিন, ইসমাইল হোসেন তালুকদার, প্রকৌশলী মাহে আলম, সেলিম উদ্দিন খান, মোহাম্মদ রফিক আলম, প্রকৌশলী তহিদুজ্জামান, ইউএই বিএনপির মহিলা বিষয়ক স¤পাদিকা শামসুন্নাহার স্বপ্না, শহিদুল ইসলাম শামীম, মাহাবুব আলম, এরশাদুল আলম, মো. মোস্তাফিজুর ররহমান (মিছবাহ), সরওয়ার আলম ভুট্টু, আনোয়ার হোসেন বাবু, সরওয়ার আলম, সায়িদ ভুইয়া, আজিজুল ইসলাম কিরণসহ আরো অনেকে।
আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এতে বিপুল সংখ্যক জাতীয়তাবাদী দলের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি