স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল বলেছেন, ‘সাংবাদিকদের প্রধান দায়িত্বের মধ্যে একটি হচ্ছে সত্য প্রকাশ করা। সত্য বলার চেয়ে বড় আইন সাংবাদিকতায় নেই। তাই সত্যের পক্ষে সাংবাদিকদের শক্ত অবস্থান নিতে হবে। সাংবাদিকতা সবচেয়ে চ্যালেঞ্জিং পেশা। অন্য পেশা থেকে বেশি ঝুঁকিপূর্ণ। সংবাদকর্মীদের নিয়মিতই হুমকি-ধামকি, নির্যাতনের শিকার হতে হয়। কিন্তু তারপরও দায়িত্ব পালনের ক্ষেত্রে সচেষ্ট থাকতে হবে। সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে আর মিথ্যাকে বর্জন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকের কোনো বন্ধু নেই শত্রু ও নেই। সাংবাদিকরা সত্যের পক্ষে কলম ধরবেন। কেউ যদি অনিয়ম-দুর্নীতি করে সে যে ব্যক্তিই হোক তার বিরুদ্ধে কলম ধরবেন। কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না।’
গতকাল সোমবার সকালে শহরের আলফাত স্কয়ার সংলগ্ন একটি কার্যালয়ে দৈনিক যায়যায়দিন’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পৌর মেয়র আয়ূব বখত জগলুল উপর্যুক্ত কথাগুলো বলেন।
মেয়র জগলুল বলেন, সংবাদপত্র সমাজ পরিবর্তনের হাতিয়ার। সাংবাদিকদের কলম যদি সত্য ও ন্যায়ের পক্ষে থাকে তাহলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সহজ হবে। আজকের দৈনিক যখন সাপ্তাহিক ছিলো তখন থেকে এটি খুবই পাঠকপ্রিয় ছিল। আমরা যায়যায়দিন খুবই আগ্রহ নিয়ে পড়তাম। দৈনিক হওয়ার পরও এই সংবাদপত্রটি তার ধারাবাহিকতা ধরে রেখেছে। দৈনিক যায়যায়দিন পত্রিকাটি হয়ে উঠুক কোটি মানুষের কণ্ঠস্বর।
দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সিনিয়র সাংবাদিক রওনক আহমদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, রাজনীতিক আবুল মনসুর শওকত, সুয়েব আহমদ, দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, সাংবাদিক আল-হেলাল, কুলেন্দু শেখর, একেএম মহিম, শামসুল কাদির মিছবাহ, জাকির হোসেন, সিরাজুল ইসলাম শ্যামল, আব্দুল শহীদ, পলি রায়, ব্যবসায়ী জুয়েল আহমদ ও দৈনিক যায়যায়দিন’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ঝুনু চৌধুরী প্রমুখ। আলোচনা সভার আগে দৈনিক যায়যায়দিন’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
এদিকে ধর্মপাশা উপজেলায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা সদরের ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সামনের সড়ক থেকে এক র্যালি বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে উপজেলা সদরের হাসপাতাল রোডস্থ স্থানীয় “ধরমপাশা নিউজ ডেস্ক” এর কার্যালয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার ধর্মপাশা সংবাদদাতা সাজেদুল হক রনির পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান, কবি আনিসুল হক লিখন, উদীচী শিল্পীগোষ্ঠী ধর্মপাশা উপজেলা শাখা সংসদের সভাপতি চয়ন কান্তি দাস, সাধারণ সম্পাদক এনামুল হক এনি প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সালেহ আহমদ, এনামুল হক, সাজেদুল হক সাজু, এমএমএ রেজা পহেল।
তাহিরপুরেও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় তাহিরপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তন থেকে বর্ণাঢ্য র্যালি তাহিরপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক সিলেটের ডাক তাহিরপুর প্রতিনিধি রমেন্দ্র নারায়ণ বৈশাখ-এর সভাপতিত্বে ও যায়যায়দিন তাহিরপুর সংবাদদাতা বাবরুল হাসান বাবলু-এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নুরুল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম, তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দৈনিক সুনামকণ্ঠের তাহিরপুর প্রতিনিধি রাজন চন্দ, দৈনিক ভোরের পাতা তাহিরপুর প্রতিনিধি আবুল কাশেম প্রমুখ।
দৈনিক যায়যায়দিন’র ১০ বছর পূর্তি ও ১১ বছরে পদার্পণ উপলক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জ ফ্রেন্ডস ফোরামের আয়োজনে কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরের শান্তিগঞ্জ বাজার থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে ও দৈনিক যায়যায়দিন’র দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি মো. ফয়েজুল ইসলাম সোহেল তালুকদার’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা বেগম, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল-আমিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক খান, উপজেলা প্রকৌশলী আলাউদ্দিন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহা, উপজেলা সমবায় অফিসার মাসুদ আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা এফআইভিডিবির’র সিফরডি প্রজেক্টের ট্রেনিং অফিসার মহসিন হাবিব জেমস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ স¤পাদক আবাব মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাসুক মিয়া, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নুর হোসেন, যুগ্ম-আহ্বায়ক বিশ্বজিত দাস, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এম এ কাসেম, সাধারণ স¤পাদক হাফিজ মোশাহিদ আহমদ, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, দপ্তর স¤পাদক এম এম ইলিয়াছ আলী প্রমুখ। এর আগে অতিথিবৃন্দ দৈনিক যায়যায়দিন’র ১১বছরে পদার্পণ উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।