স্টাফ রিপোর্টার ::
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন সম্পর্কে ধারণা দিয়ে ব্যবসায়ীসহ নানা শ্রেণিপেশার মানুষকে কর প্রদানে আরো বেশী উৎসাহী করে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে করদাতা উদ্বুদ্ধকরণ সেমিনার। গতকাল রোববার বিকেলে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ আনুষ্ঠানিকতার আয়োজন করে সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগ। অনুষ্ঠান কর্মসূচির আলোচনাসভায় জেলা আবগারী ও ভ্যাট বিভাগের সহকারি কমিশনার মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার ড. একেএম নুরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার মুহম্মদ রাশেদুল আলম, যুগ্ম কমিশনার মো. নেয়ামুল ইসলাম ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল।
আলোচনাপর্বে বক্তারা নিজেদের এলাকার উন্নয়নে নিজেদের আয় থেকে ভ্যাট প্রদান করতে সকলের প্রতি আহবান জানান। তারা উন্নয়ন কর্মকান্ডে কর প্রদানের বিকল্প নেই বলেও উল্লেখ করেন। এক্ষেত্রে ব্যবসায়ীরা সরকারকে ভ্যাট প্রদানের মাধ্যমে সহযোগিতা করছেন বলে জানান বক্তারা। তবে নিয়মিত কর প্রদানে আরো সচেতন হওয়ার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বিশিষ্ট সাংবাদিক লতিফুর রহমান রাজুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।