দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম। রোববার দুপুরে দোয়ারাবাজার প্রেসক্লাবে সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী’র সঞ্চালনায় ‘উন্নয়নের জন্য পরিবর্তন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম।
এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে তুলনামূলকভাবে দোয়ারাবাজার উপজেলা উন্নয়ন বঞ্চিত। একমাত্র রাজনৈতিক বিভাজনের কারণে বহুল প্রত্যাশিত সুরমা ব্রিজ নির্মিত হয়নি। উপজেলার চলাচল অযোগ্য সব ক’টি রাস্তাঘাটের কোনো উন্নয়ন হচ্ছে না। ছাতকমুখী নেতৃত্ব ও বৈষম্যের কারণে দোয়ারাবাজারের মানুষকে ‘তৃতীয় শ্রেণির নাগরিক’ হিসেবে বসবাস করতে হচ্ছে।
তিনি আরও বলেন, মাটির টানে প্রবাস থেকে দেশে এসে রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। ’৯১ সালে এ উপজেলার সন্তান অ্যাড. আব্দুল মজিদ এমপি নির্বাচিত হওয়ায় যে অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছিল এরপরে এক পঞ্চামাংশও হয়নি। এ অঞ্চলে রাজনৈতিক বিভাজন ভাঙতে হবে। রাজনীতি পরে, আগে উন্নয়নের চিন্তা করতে হবে। তাই নতুন নেতৃত্ব সৃষ্টি ও উন্নয়নের লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে আঞ্চলিকতার ভিত্তিতে এ উপজেলা থেকে প্রার্থী হতে সবাই এখন থেকে ঐক্যবদ্ধ হতে হবে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মাহতাব উদ্দিন, সিনিয়র সাংবাদিক তাজুল ইসলাম, এমএ করিম লিলু। সভায় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, সাংবাদিক আলাউদ্দিন, আশিষ রহমান, ফয়জুল ইসলাম, সোহেল আহমদ মিন্টু প্রমুখ।