মো. রেজাউল করিম ::
গণমানুষের নেতা ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ.লীগ নেতা হুসেন বখ্ত-এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা শিল্পকলা একাডেমীর পুরাতন ভবনে আয়োজিত অনুষ্ঠানটি গতকাল রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদের সভাপতি সৈকতুল ইসলাম শওকত।
শিক্ষার্থী রুকসানা আলম শশীর পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুরেশ দাস, লেখক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট স্বপন কুমার দেব, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট মো. চাঁন মিয়া ও মুক্তিযোদ্ধা মো. আবু সুফিয়ান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম। সবশেষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের মধ্যে প্রথম স্থান লাভকারী কাজী সালিনসহ অন্যান্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।