স্টাফ রিপোর্টার ::
জাতীয় সংসদে ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট পেশ করায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল-সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ।
শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে যুবলীগ আহ্বায়ক খায়রুল হুদা চপলের নেতৃত্বে আনন্দ মিছিলটি শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা জানান, এই বাজেট জনমুখী ও উন্নয়ন বান্ধব সকল শ্রেণির মানুষের জীবন মানের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, জেলা যুবলীগ’র সিনিয়র সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, সদস্য সবুজ কান্তি দাস, নূরুল ইসলাম বজলু, সীতেশ তালুকদার মঞ্জু, বিপ্রেশ রায় বাপ্পী, অ্যাড. আজাদুল ইসলাম রতন, মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট রওনক আহমেদ প্রমুখ।