স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হাসাউড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় পুরুষ-মহিলাসহ ৭ জন আহত হয়েছেন। ঘটনাটি গতকাল শুক্রবার দুপুরে হাসাউড়া গ্রামের প্রভারানী ও প্রণয় দেবের বসতবাড়িতে ঘটেছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন মৃত রমেন্দ্র দেবের স্ত্রী প্রভারানী দেব (৬০), প্রবীর দেবের স্ত্রী কনিকা রানী দেব (৪০), প্রণয় দেবের স্ত্রী পুলন রানী দেব (৫৫), প্রদীপ দেবের স্ত্রী শিউলী রানী দেব (৪৫) পূর্ণ চন্দ্র দেবের পুত্র প্রবীর দেব (৪৫) আব্দুল খালিকের পুত্র আব্দুছ ছোবহান (৩৫) প্রণয় দেবের পুত্র পুলক দেব (১৪)।
স্থানীয়রা জানান, গ্রামের সাবেক মেম্বার অরুণ তহবিলদার গংয়ের সাথে প্রভা রানী ও প্রণয় দেবের জমিজমা, মৎস্য পুকুর বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছিল। শুক্রবার প্রভা রানী ও প্রণয় দেবকে মামলা তুলে নেয়ার হুমকি দেন অরুণ তহবিলদার ও তার লোকজন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অরুণ তহবিলদারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ৭ জন আহত হন। এসময় আহতদের সুরচিৎকারে শালিশী লোকজন এগিয়ে গেলে শালিসী আব্দুছ ছোবহানকে মারপিট করে অরুণ তহবিলদার গং। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রভা রানী ও প্রণয় দেবের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ ব্যাপারে অরুণ তহবিলদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রভা রানী ও প্রণয় দেবের লোকেরা আমার জমিতে থাকা বেড়া ভেঙেছে। আমি বা আমার লোকেরা কাউকে মারধর করেনি।