সুনামকণ্ঠ ডেস্ক ::
ছয় দফা দাবিতে সিলেট জেলায় ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার সকাল থেকে এ ধর্মঘটের ডাক দিয়েছিল সিলেট জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়ন।
সিলেট জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটের জেলা প্রশাসক তাদের দাবি পূরণের আশ্বাস দেয়ায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত ২ জুন সিলেট জেলার বিভিন্ন সড়ক মেরামত, পুলিশি হয়রানি, অতিরিক্ত টোল আদায়, টার্মিনাল সংস্কারসহ মোট ৬টি দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল।