স্টাফ রিপোর্টার ::
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্যাপন করেছে শুদ্ধ সঙ্গীত পরিষদ। গতকাল শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে দুই কবির রচিত কালজয়ী গানগুলো পরিবেশন করেন শিল্পীরা। সুরের মূর্ছনায় ছেয়ে যায় শিল্পকলার মিলনায়তন। পরিচিত গানগুলো যেনো অনেকটাই মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলেন দর্শকেরা।
এর আগে ক্রিসেনথিমামের সঞ্চালনায় শুদ্ধ সঙ্গীত পরিষদের এ আয়োজনকে সফল করে তোলার প্রত্যয় ব্যক্ত করে ও কালজয়ী দুই রচয়িতার জীবনকর্ম বিশ্লেষণ করে বক্তব্য রাখেন অধ্যক্ষ রবীন্দ্র চন্দ্র রায়।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন অন্তরা খাসনবীশ, দেবশ্রী তালুকদার সৃষ্টি, শ্রাবণী দাশ দৃষ্টি, সম্বিতা তালুকদার লতা, বিপাশা সরকার ও চন্দ্রিমা রায় বৃষ্টি। তবলায় ছিলেন মন্তোষ ঋষি।