স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তীর মাতা ও স্বর্গীয় ব্যাস রঞ্জন চক্রবর্তীর সহধর্মিণী বীণাপানি চক্রবর্তী (৭৯) গতকাল শুক্রবার বিকেল ৪টায় শহরের ষোলঘরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। শুক্রবার রাত ৮টায় তাঁর শেষকৃত্যানুষ্ঠান ধোপাখালি কেন্দ্রীয় শ্মশানঘাটে সম্পন্ন হয়।
বীণাপানি চক্রবর্তী’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল, অ্যাড. স্বপন কুমার দেব, অ্যাড. সুরেশ দাস, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, যোগেশ্বর দাস, অ্যাড. মলয় বিকাশ চৌধুরী, সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু, দীপক ঘোষ, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, দেবব্রত দাস, অভিজিৎ চৌধুরী, বিমল বণিক, অ্যাড. রতন রায়, গৌরাঙ্গ পদ দাস, রাধাকান্ত সূত্রধর, শুভব্রত বসু, মানব চৌধুরী, স্বপন দাস, অ্যাড. প্রণব কান্তি দাস, সুবিমল চক্রবর্তী চন্দন, বিমান রায়, সন্তু রায়, চন্দন প্রসাদ রায়, গোষ্ঠ আচার্য্য, প্রভাত শর্ম্মা, নবেন্দু দে, কনক চক্রবর্তী, গৌরাঙ্গ চক্রবর্তী, বিকু নন্দী, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, সামছুজ্জামান স্বপন, গৌর গোপাল গোস্বামী, বিষ্ণু পদ গোস্বামী, বলাই এষ, পার্থ চক্রবর্তী, মহিলা ঐক্য পরিষদের নেত্রী শীলা বসু, আরতি তালুকদার কলি, পম্পা এষ, সঞ্চিতা চৌধুরী, সীমা খাসনবিশ, সবিতা বণিক, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী, পিপি ড. খায়রুল কবির রুমেন, অ্যাড. শুকুর আলী, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. জালাল প্রমুখ।