স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরতলির ধারারগাঁও এলাকায় দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাসার গ্রিল কেটে ও দরজা ভেঙে ৯ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৭০হাজার টাকা লুট করে নিয়ে যায় চোরেরা। এমনটিই অভিযোগ করেছেন বাসার মালিক। গতকাল বৃহস্পতিবার ধারারগাঁও এলাকার রেজওয়ান হোসেনের বাসায় এ চুরির ঘটনা ঘটে।
ঘটনাসূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যান বাড়ির মালিকের স্ত্রী সাজনা বেগম। এসময় বাড়িটি খালি থাকায় চোরেরা সুযোগ বুঝে গ্রিল কেটে দরজা ভেঙে ভেতরে ঢুকে। পরে আলমারি ভেঙে মালামাল লুট করে পালিয়ে যায় তারা। বিকেলে বাচ্চাকে নিয়ে স্কুল থেকে বাসায় ফিরে সাজনা বেগম বাসার দরজা ভাঙা ও গ্রিল কাটা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘খবর পাওয়ামাত্র ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।’