স্টাফ রিপোর্টার ::
শহরের আলফাত স্কয়ার এলাকায় উদ্বোধন হলো আধুনিক শপিং সেন্টার ‘নেজা প্লাজা’। গতকাল বুধবার সন্ধ্যায় ফিতা কেটে শপিং সেন্টারটির শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল। এসময় উপস্থিত ছিলেন শপিং সেন্টারের স্বত্বাধিকারী নুরুদ্দোজা আহমদ তানিন, সাইমুদ্দোজা আহমদ সানিনসহ শপিং সেন্টারের বিভিন্ন ব্যবসায়ীরা।
উদ্বোধন শেষে শপিং সেন্টারের বিভিন্ন পণ্যসামগ্রীর দোকান পরিদর্শন করেন মেয়র জগলুল।
তিনি নবনির্মিত নেজা প্লাজা’র নীচ তলার দোকানগুলোতে ইলেক্ট্রনিক্স মালামালের কালেকশন ও পোশাকের কালেকশন দেখে ব্যবসায়ী ও শপিং সেন্টারের মালিকপক্ষের প্রশংসা করেন। এর আগে এক মিলাদ মাহফিলের আয়োজন করে নেজা প্লাজা কর্তৃপক্ষ। এসময় খালেকাবাদ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আতাউর রহমান লস্কর নবনির্মিত শপিং সেন্টার পরিচালনা ও শপিং সেন্টারের ব্যবসায়ীদের ভবিষ্যৎ সফলতা কামনা করে মোনাজাত করেন।