সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রাম থেকে এক গৃহবধূ ৬দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। গৃহবধূর নাম পারভীন আক্তার। তার বয়স (২৫) বছর। তিনি মাইজবাড়ি গ্রামের মো. জিয়াউর রহমানের স্ত্রী। গত ২৭ মে সকালে বাড়ি থেকে পারিবারিক কলহের জের ধরে বের হয়ে আর বাড়ি ফিরেননি। পরবর্তীতে তার স্বামী সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোথাও সন্ধান না পেয়ে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডায়েরি নং : ১৭০০, তারিখ : ৩১/০৫/১৬ইং।
গৃহবধূ পারভীন আক্তারের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ফুট ১০ইঞ্চি, হাত-পা-চোখ স্বাভাবিক, মুখমন্ডল গোলাকার, হালকা-পাতলা গড়নের। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে ছিল লাল রঙয়ের সেলোয়ার-কামিজ। কোন হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেলে ০১৭৪৯-১৩৫১২০ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা গেল। বিজ্ঞপ্তি