ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফরহাদ আহমেদের পক্ষে নৌকা প্রতীকে নির্বাচনী প্রচারণা চালাতে ও ভোটারদের কাছে ভোট চাইতে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর বাজারে এ পথসভার আয়োজন করা হয়।
এলাকার প্রবীণ আওয়ামী লীগ নেতা আজিজুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রণজিত সরকার।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেনের সঞ্চালনে পথসভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল করিম, আওয়ামী লীগ নেতা রফিকুল বারী মজনু, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রধান, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাকির হোসেন, সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ সম্পাদক আরিফুর রহমান প্রমুখ। আগামীকাল ৪জুন শনিবার এ উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।