দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
দক্ষিণ সুনামগঞ্জে জনগণের দোরগোড়ায় সেবা প্রদান সহজীকরণ উপলক্ষে চাহিদা ভিত্তিক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ (রেপ্লিকেশন) অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার এফআইভিডিবি (ট্রেনিং সেন্টার) হল রুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক ও প্রশিক্ষণের প্রধান আলোচক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমবায় অধিদপ্তরের কর্মকর্তা মো. মাসুদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মো. রুবিনা বেগম, দক্ষিণ সুনাগঞ্জ অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আল আমিন, উপজেলা মৎস্য অফিসার সীমা রাণী বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহা।
সভায় আরও বক্তব্য রাখেন ডা. ইফতেখার আহমদ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার চিন্তাহরণ চৌধুরী, সার্ভেয়ার আনোয়ার হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, মৎস্যজীবী মখদ্দুছ আলী, ইউপি সদস্য ও মৎস্যজীবী আশরাফ আলী।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সমবায় অফিসের পরিদর্শক হিরন্ময় রায়, শিল্পী রাণী, সদর উপজেলা সমবায় অফিসার মতিউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমবায় অফিসের জালাল উদ্দীন, নুর আহমদ প্রমুখ।