জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হাছনফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল পাঠদান উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জেলা ফ্যাসিলেটর ইউএনডিপি জিল্লুর রহমান, যুক্তরাজ্য আ.লীগের সহ-সভাপতি হরমুজ আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাছনফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার।
এসএমসি সভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, শিক্ষানুরাগী হিরা মিয়া প্রমুখ।