দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে সর্বপ্রথম অনলাইন পত্রিকা কালনী ভিউ টুয়েন্টিফোর ডটকমের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার। এ উপলক্ষে বিকেল ৩টায় উপজেলা গণমিলনায়তন হলে দিরাই উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ক্রাইম রিপোটার্স সমবায় ঢাকার সভাপতি ও দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক নেছারুল হক খোকন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কালনীভিউ২৪ডটকমের স¤পাদকমন্ডলীর উপদেষ্টা জুবের আলম খুরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক সুনামগঞ্জের ডাক-এর স¤পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামকণ্ঠ স¤পাদক বিজন সেন রায়, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, দিরাই ডিগ্রি ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুকূল চন্দ্র দেব, উপজেলা বিএনপি’র সভাপতি কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাইয়ূম, বিবিয়ানা মডেল কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র তালুকদার, জগদল কলেজের অধ্যক্ষ পংকজ রায়, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী পারুল আক্তার, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, উপজেলা যুবদল সভাপতি মঈন উদ্দিন চৌধুরী মাসুক, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ। অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন কালনীভিউ২৪ডটকম পরিবার।