স্টাফ রিপোর্টার ::
আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আইইউসিএন-বাংলাদেশ এর বাস্তবায়নে ও সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর সহযোগিতায় আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শহরের বিভিন্ন স্কুলের ৬০শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আইইউসিএন-এর প্রকল্প ব্যবস্থাপক রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লুৎফুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইইউসিএন-এর কো-অর্ডিনেটর ওয়াহিদুজ্জামান সরকার, সহকারি প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।
চিত্রঙ্কন প্রতিযোগিতা শেষে সেরা আঁকিয়েদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান।