1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:৩৬ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

আজ পেশ হবে ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট : হাওরাঞ্চলে জন্য ‘বিশেষ বরাদ্দ’ দাবি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

মাহমুদুর রহমান তারেক ::
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আসন্ন বাজেট নিয়ে সাধারণ মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। এবারের বাজেটে দেশের বেশ কয়েকটি প্রকল্প থাকছে। বড় বাজেটের সাথে হাওরাঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন সুনামগঞ্জের রাজনীতিবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজ, জনপ্রতিনিধিসহ নানা পেশার মানুষ। হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ সামগ্রিক উন্নয়নের জন্য এই বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন তাঁরা।
জামালগঞ্জের উন্নয়নকর্মী সাইফ উল্লাহ বলেন, হাওর এলাকায় জীবনমান উন্নয়নের জন্য অনেক সংস্থা কাজ করছে। কিন্তু সেখানে তাদের বাজেট স্বল্পতা আছে। সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে বাড়তি বরাদ্দ বা বিশেষ বরাদ্দ দেয়া যেতে পারে।
ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন আহমেদ বলেন, হাওর এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারের বিশেষ নজর দেয়া প্রয়োজন। আসন্ন বাজেটে হাওর এলাকায় বসবাসকারীদের বিশেষ বরাদ্দ দেয়া উচিত।
বেসরকারি সংস্থা হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ বলেন, আমরা সারাদেশের কৃষিখাতে বরাদ্দের জন্য দাবি জানিয়েছি। এছাড়া হাওরাঞ্চলের ফসলরক্ষা ও জীবনমান উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ বরাদ্দের জন্য গোলটেবিল বৈঠক করে দাবি জানিয়েছি।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোক্তাদির আহমদ বলেন, হাওরাঞ্চল অন্যান্য এলাকা থেকে অনুন্নত। এই এলাকায় সরকারের পক্ষ থেকে বরাদ্দ বাড়ানো উচিত। যাতে করে স্থানীয় মানুষজনের জীবনমান উন্নত হয়।
কয়লা ব্যবসায়ী তারেক আহমদ বলেন, সুনামগঞ্জ থেকে সরকার প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পায়। কিন্তু সেই তুলনায় উন্নয়ন বঞ্চিত পুরো হাওর এলাকা। সড়ক যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা সবক্ষেত্রে সুনামগঞ্জ পিছিয়ে আছে দেশের অন্যান্য অঞ্চল থেকে। বিশেষ বরাদ্দ ছাড়া অন্য জেলার সাথে হাওরাঞ্চলের জেলাগুলোর উন্নয়ন কর্মকান্ডের সমন্বয় সম্ভব নয়। অর্থ প্রতিমন্ত্রী যেহেতু সুনামগঞ্জের, তিনি এ বিষয়ে উদ্যোগ নিতে পারেন।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপলও হাওর এলাকায় উন্নয়নের জন্য বাড়তি অর্থ বরাদ্দ রাখার উপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com